ভ্রমণ কর ফাঁকির অভিযোগে আনসার সদস্য আটক

ভ্রমণ কর ফাঁকির অভিযোগে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে এক আনসার সদস্যকে আটক করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 04:37 PM
Updated : 19 Sept 2017, 04:37 PM

ইমিগ্রেশন পুলিশের এসআই দিদার আহম্মেদ বলেন, মঙ্গলবার করের জাল কপি নিয়ে পাসপোর্টে সিল মারতে গেলে হাবিবুর রহমান (৩৫) নামে এক আনসার সদস্যকে আটক করা হয়।

হাবিবুর সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট গ্রামের ইউনুছ আলীর ছেলে।

এসআই দিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই আনসার সদস্যকে বেনাপোল সোনালী ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। তিনি ব্যাংক থেকে নিজে ট্রাভেল কর কেটে স্বাক্ষর সিল জাল করে কর কপিতে তিনটি পাসপোর্ট নাম্বার লিখে তিন জনকে পার করছিলো। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে।”

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবীর বলেন, এটা একটা বড় ধরনের অপরাধ। বিষয়টি সংশিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।