জয়পুরহাটে রেলস্টেশনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

জয়পুরহাটে ট্রেনের আসনে বসাকে কেন্দ্র করে জিআরপি পুলিশের সঙ্গে যাত্রী ও স্থানীয়দের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ পাঁচ আহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 05:17 PM
Updated : 12 Sept 2017, 05:17 PM

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে  আক্কেলপুর স্টেশনে এ ঘটনা ঘটে  বলে আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম।

গুলিবিদ্ধ  আবু সাঈদ,  আজিজার রহমান,  আমিনুর রহমান এবং আহত জিআরপি পুলিশ কনস্টেবল আদম আলী ও আব্দুল মজিদকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, নীলফামারী থেকে রাজশাহীগামী তিতুমীর একপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন থামলে কয়েকজন যাত্রী উঠার পর আসনে বসাকে কেন্দ্র করে বিবাদে জড়ান।

“এসময় জিআরপি পুলিশ যাত্রীদের থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে যাত্রী, স্থানীয়রা ও পুলিশের মধ্যে সংঘর্ষে তিন গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্য আহত হন।”

এই ঘটনায় সুমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সংঘর্ষের পরপরই ট্রেন আক্কেলপুর স্টেশন ছেড়ে গেছে বলে জানান তিনি।