সাঁতার শেখাতে গিয়ে বাবার মৃত্যু, ছেলে নিখোঁজ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় চুচুয়া নদীতে ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে বাবার মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছে শিশুছেলে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 12:42 PM
Updated : 4 Sept 2017, 12:43 PM

জাজিরা থানার ওসি মো. এনামুল হক এনাম জানান, জয়নগর খাঁ কান্দি গ্রামে সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস সিকদারের (৪০) বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার চর খাঁ গ্রামে।

জাজিরার জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল খান জানান, আনিস ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদ উপলক্ষে তিনি ছোট ছেলে আকাশকে (৮) নিয়ে জয়নগর খাঁ কান্দি গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন।

“দুপুরে আকাশকে নদীতে সাঁতার শেখাতে নিয়ে যান আনিস। অনেকক্ষণেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসকর্মীরা আনিসকে নদী থেকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসকর্মীরা আকাশকে খুঁজে পায়নি বলে তিনি জানান।

পরে ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি এনামুল হক।