জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ধানের চারা বিতরণ

কৃষি পুনর্বাসনের আওতায় জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বিনামূল্যে নাবি জাতের আমন চারা দেওয়া হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2017, 04:31 PM
Updated : 30 August 2017, 04:31 PM

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার আনুষ্ঠানিকভাবে এ চারা দেওয়া হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আবু হানিফ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য বিনা মূল্যে চারা বিতরণ ছাড়াও মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

এ উপজেলায় ৫০০ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে বিনামূল্যে রোপা আমনের চারা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাপ্ত চারা দিয়ে একজন কৃষক এক বিঘা জমি চাষ করতে পারবেন।

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আশ্রাফ উদ্দীন আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবেল মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আব্দুস সালাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আবু হানিফ অনুষ্ঠানে ছিলেন।