চলন্ত বাসে ‘ধর্ষণের পর হত্যা’: মানববন্ধনে শাস্তি দাবি

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ‘ধর্ষণের’ পর হত্যার ঘটনায় খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ ও টাঙ্গাইল শহরে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2017, 03:42 PM
Updated : 30 August 2017, 04:00 PM

তাড়াশ প্রেসক্লাবের সামনে ও টাঙ্গাইল শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে বুধবার বিকালে টাঙ্গাইল যৌননির্যাতন নির্মূলকরণ নেটওয়ার্কসহ কয়েকটি সংগঠন এসব কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে যৌননির্যাতন নিমূলকরণ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মাহমুদা শেইলী বলেন, তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ছোঁয়া পরিবহনের একটি বাসে করে শুক্রবার রাতে সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে নির্যাতন ও হত্যার শিকার হন রূপা। চলন্ত বাসে ‘ধর্ষণের পর’ হত্যা করে টাঙ্গাইলের মধুপুর এলাকায় ফেলে দেওয়া হয়।

শনিবার লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফন ও অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করে পুলিশ।

গণমাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে সোমবার রাতে মধুপুর থানায় গিয়ে ছবি দেখে রূপাকে শনাক্ত করে তার পরিবার। পরে রূপার বড় ভাই হাফিজুর রহমান ছোঁয়া পরিবহনের শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ দেন। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করলে সবাই দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।