আশুগঞ্জে ছাদ ধসে ৪ নিহতের ঘটনা তদন্তে কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে চার জন নিহতের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2017, 11:20 AM
Updated : 29 August 2017, 11:20 AM

সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহানুর আলমকে প্রধান করে এ কমিটি করা হয় বলে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জানান।

সোমবার  আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে ‘সায়েরা ফিলিং স্টেশন’ নামের নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের ছাদ ধসে চার শ্রমিক নিহত হয়েছেন। আহত উদ্ধার করা হয়েছে তিনজনকে।

জেলা প্রশাসক বলেন, কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করে দিয়েছে।

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই জনকে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে।