পাবনায় গৃহবধূর লাশ, সৎ ছেলেরা পলাতক

পাবনার সাঁথিয়া উপজেলায় নিখোঁজের ১২ দিন পর এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ; ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার দুই সৎ ছেলে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2017, 07:19 AM
Updated : 10 July 2017, 07:19 AM

সাঁথিয়া থানার ওসি হাসান ইমাম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাথিনাথপুর ইউনিয়নের ছাতকবরাট গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কুলসুম খাতুন (২৭) ওই গ্রামের রজব আলীর দ্বিতীয় স্ত্রী।

ওসি হাসান প্রাথমিক তদন্তের বরাতে বলেন, আড়াই বছর আগে প্রথম স্ত্রী মারা গেলে রজব আলী কুলসুমকে বিয়ে করেন। শুরু থেকেই রজবের দুই ছেলে উজ্জ্বল হোসেন ও নজরুল ইসলাম সৎমাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন।

“সম্প্রতি কুলসুম অন্তঃসত্ত্বা হলে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এরপর গত ২৯ জুন থেকে কুলসুম নিখোঁজ ছিলেন।”

সোমবার সকালে গ্রামের প্রবাসী মধু মিয়ার বাড়ি থেকে গন্ধ বের হলে লাশের খোঁজ মেলে বলে জানান ওসি হাসান।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ কুলসুমের দুই সৎ ছেলেকে খুঁজছে। তাদের স্ত্রীরা পলাতক রয়েছেন।

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।