যশোরের কেশবপুরে ট্রাক ও মোটরসাইকেলে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
Published : 05 Mar 2017, 05:51 PM
রোববার বিকালে উপজেলার আলতাপোল তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম জানান।
নিহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের ইসাহাক আলী শেখের ছেলে হাসান শেখ (৩৫) ও একই গ্রামের মোবারক গাজীর ছেলে সাদ্দাম হোসেনকে (৩২)।
নিহত দুজনই মোটরসাইকেল আরোহী। তাদের লাশ কেশবপুর থানায় রয়েছে।
ওসি সহিদুল বলেন, বিকাল ৫টার দিকে আলতাপোল তালতলায় সাতক্ষীরাগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হাসান শেখ নিহত হন।
“এ সময় আহত সাদ্দামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কৈয়া ব্রিজ এলাকায় তার মৃত্যু হয়।”
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।