প্রবেশপত্র না পেয়ে গফরগাঁওয়ে থানা ঘেরাও

পরীক্ষার আগের দিন প্রবেশপত্র না পেয়ে থানা ঘেরাও করেছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের রৌহা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 02:05 PM
Updated : 1 Feb 2017, 02:43 PM

বুধবার বেলা ৪টা থেকে আধাঘণ্টাব্যাপী তারা থানা ঘেরাও করে রাখেন। পরে গফরগাঁও থানার ওসি এ কে এম মাহবুব আলমের আশ্বাসে তারা বাড়ি ফিরে যান।

বৃহস্পতিবার থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রৌহা উচ্চ বিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র হাতে পাননি।

শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ে পরীক্ষার ফি জমা দিয়েও তারা প্রবেশপত্র পাননি।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক মারুফ আহম্মেদ বলেন, “২৯ জন নিয়মিত ও তিনজন অনিয়মিত শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি। বোর্ড কর্তৃপক্ষ আমার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তালিকা ডিলিট করে ফেলেছে, সে জন্য প্রবেশপ্ত্র হয়নি।

“পরে নতুন করে শিক্ষার্থীদের তালিকা নিয়ে প্রবেশপত্র করতে দেরি হচ্ছে। আমি ঢাকায় আছি, রাতে ফিরে সকালে প্রবেশপত্র শিক্ষার্থীদের হাতে দিব।”

ওসি একে এম মাহবুব আলম বলেন, রৌহা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীরা প্রবেশপত্র না পাওয়ায় থানায় এসে বিষয়টি আমাকে জানিয়েছে। কর্তৃপক্ষের ভুলের কারণেই এমনটি হয়েছে। তবে শিক্ষার্থীরা পরীক্ষার আগেই প্রবেশপত্র পাবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু বলেন, বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে ছাত্রছাত্রীদের প্রবেশপত্র ও পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

গাফিলতির কারণে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।