রোকেয়ায় ভর্তির সাক্ষাৎকার ২ মাস পেছাল 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির সাক্ষাৎকার দুই মাস পেছানো হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2016, 10:30 AM
Updated : 3 Dec 2016, 10:30 AM
পরিবর্তিত তারিখ অনুযায়ী লিখিত পরীক্ষার ফলাফলে মেধাক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৪ ও ৫  ফেব্রুয়ারি সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এর আগে ৪ ও ৫ ডিসেম্বর সাক্ষাৎকারের দিন ধার্য ছিল। 

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কী কারণে সাক্ষাৎকার পেছানো হয়েছে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও ভর্তি কমিটির সদস্য সচিব ইব্রহীম কবির বলেন, বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় সাক্ষাৎকারে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৩ থেকে ১৭ নভেম্বর ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ফলাফল প্রাকাশ করা হয় ২৩ নভেম্বর।

এবছর ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে এক হাজার ২৩০ আসনে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।

সাক্ষাৎকার ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।