বদরুলকে ঘৃণা জানিয়ে সিলেটে ‘থুথু স্তম্ভ’

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের হামলাকারী বদরুল আলমকে ঘৃণা জানিয়ে ‘থুথু স্তম্ভ’ বানিয়ে ‘থুথু নিক্ষেপ’ কর্মসূচি পালন করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 09:56 AM
Updated : 11 Oct 2016, 10:02 AM

মঙ্গলবার দুপরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের (বামাসাক) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলকে ঘৃণার জানিয়ে অস্থায়ীভাবে ‘থুথু স্তম্ভ’ বানিয়ে সেখানে ‘থুথু নিক্ষেপ’ করেন অংশগ্রহণকারীরা।

এর আগে এক মানববন্ধনে খাদিজার বাবাসহ অন্যান্যরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদরুলের বিচার দাবি করেন।

মানুষের নৈতিক অবক্ষয়ের ফলে বারবার সমাজে এ ধরনের ঘটনা ঘটছে মন্তব্য করে তারা এসব প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষের জনসচেতনা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।

এতে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, খাদিজার বাবা মাসুক মিয়া, ভাই শাহিন আহমদ ও সালেহ আহমদ।

তাছাড়া কর্মসূচিতে সিলেটের সাংবাদিক, রাজনীতিবীদ ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

গত ৩ অক্টোবর বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল।

খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।