বারো কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় প্রায় ১২ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2016, 11:35 AM
Updated : 2 August 2016, 11:35 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নীলমনিগঞ্জের পিটিআই মোড় থেকে তাকে আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ।

গ্রেপ্তার মোহাম্মদ সোহেল (৪০) উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।

এ সময় তার কাছ থেকে দুই পাউন্ড গোখরা সাপের বিষ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

বিজিবি কর্মকর্তা আমির মজিদ বলেন, গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা নীলমনিগঞ্জের পিটিআই মোড়ের একটি চাল কলের অফিসে অভিযান চালায়। ওই অফিস থেকে সাপের বিষ উদ্ধার ও সোহেলকে আটক করা হয়।

বিকালে সাপের বিষসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।