রাজবাড়ীতে যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলায় ডাকাতি মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2016, 10:29 AM
Updated : 27 July 2016, 10:30 AM
মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার এএসআই রমজান আলী।

গ্রেপ্তারকৃতরা হলেন যাবজ্জীবনপ্রাপ্ত আলতাফ হোসেন (৩৮) ও মোটরসাইকেল চুরি মামলার আসামি পারভেজ (৩০)।

এএসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের একটি দল মঙ্গলবার রাতে ভবানীপুর ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে আলতাফকে গ্রেপ্তার করে। আলতাফ ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।

গত ১৪ জুন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওসমান হায়দার একটি ডাকাতি মামলার রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বলে এএসআই জানান।

তিনি বলেন, একই রাতে বেড়াডাঙ্গা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে মোটরসাইকেল চুরি মামলার আসামি পারভেজকে।

“পারভেজ একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অভিযোগে রাজবাড়ী সদর থানায় পাঁচটি মামলা রয়েছে।”

পারভেজ ওই গ্রামের মজিবর রহমানের ছেলে বলে জানান এএসআই।