ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় মামলা

ভোলা সদরে একদিন আগে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 12:51 PM
Updated : 28 May 2016, 12:56 PM

এতে নিহত যুবক রুম্মান, স্থানীয় এক ছাত্রদল নেতা ও তার মাসহ অজ্ঞাত পরিচয় সাতশ জনকে আসামি করা হয়েছে।

শনিবার দুপুরে জনতা বাজার পুলিশ ক্যাম্পের কনস্টেবল আবদুস সাত্তার বাদী হয়ে মামলা করেন বলে ভোলা মডেল থানার ওসি খায়রুল কবির জানান।

আসামি ধরাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার পর সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রুম্মান (২৫) নামে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনা তদন্তে পরদিন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়।

ওসি খায়রুল বলেন, পুলিশের পক্ষ থেকে করা ওই মামলায় নিহত রুম্মান, রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নিজাম উদ্দিন ও তার মা আমিরুন নেছা আসামি করা হয়েছে ।

“ঘটনার দিন ওই তিনজন ছাড়াও অজ্ঞাত পরিচয় অন্তত সাতশ’ জন পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেছে।”

সংঘর্ষে আহত নিজাম উদ্দিন ও তার মা আমিরুন নেছা বর্তমানে পুলিশ প্রহরায় ভোলা সদর হাসাপাতলে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।