রংপুরে প্রতিমা ভাংচুর, যুবক গ্রেপ্তার

রংপুরের পীরগাছা উপজেলায় একটি কালী মন্দিরের প্রতিমা ভেঙে ফেলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2016, 10:33 AM
Updated : 19 May 2016, 10:33 AM

বৃহস্পতিবার উপজেলার কল্যাণী ইউনিয়নের স্বচাষ চওড়াপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের এ ঘটনা ঘটে বলে পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান।

গ্রেপ্তার সুমন মিয়া (২৭) উপজেলার ফতা গ্রামের মোত্তালেব হোসেনের ছেলে।

পেশায় রডমিস্ত্রী সুমনের নামে পীরগাছা থানায় একটি চুরির মামলা আছে বলে জানান ওসি।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীলিপ কুমার রায় বলেন, “সকাল ৯টার দিকে টিপটিপ বৃষ্টির মধ্যে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখি সুমনকে। এরপর মন্দিরে ঢুকে চারটি কালী প্রতিমা ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে আছে দেখতে পাই।

“পরে বিষয়টি পীরগাছা থানার ওসিকে জানাই।”

ওসি আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ পেয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন প্রতিমা ভাঙার কথা স্বীকার এবং তাকে কয়েকজনের ইন্ধন যুগিয়েছে বলে জানিয়েছে।

 “তাকে নিয়ে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”