রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

রাজবাড়ী সদরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হন অন্তত ৩০ জন।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2016, 08:21 AM
Updated : 19 May 2016, 08:21 AM

বৃহস্পতিবার কুষ্টিয়া-দৌলতদিয়া সড়কের চন্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের দুজন হলেন রাজবাড়ী শহরের বড়পুলের বাসিন্দা ঠিকাদার মিথুন কাজী ও পাংশা উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের আসলাম শেখ। অপরজনের পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে নুরজাহান বেগমস ও বুলু নামের দুই মহিলাসহ তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া আজাদ, তপন, পিয়াসা, জিন্নাহ, শিহাব, শিরিন, লিজা, মানিক, ওয়াহিদুল, বিপুল, হাসি, সোহেল, মেহের শেখসহ বাকিদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাংশা হাইওয়ে থানার ওসি শাহাদৎ হোসেন জানান, কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী তৃষা পরিবহন নামের একটি লোকাল বাস চন্দনী সেতু অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

“এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিথুন কাজী ও বাসের দুই যাত্রী নিহত হন।”

ওসি জানান, খবর পেয়ে রাজবাড়ী সদর থানার পুলিশ ও দমকলকর্মীরা গিয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।