অতিরিক্ত সচিবের গাড়িতে ধাক্কা, বাসসহ চালক আটক

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের গাড়িতে ধাক্কা দেওয়ায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2016, 06:11 PM
Updated : 14 May 2016, 06:11 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকের এ ঘটনায় অতিরিক্ত সচিব রাখাল চন্দ্রের গাড়িচালক সাহাজ্জল সামান্য আহত হন বলে সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই  মোজাম্মেল হক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার বারিষাবহ এলাকা থেকে ব্যক্তিগত গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাখাল চন্দ্র তার ছেলেসহ ঢাকা যাচ্ছিলেন।

“শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ব্রিজের কাছে পৌঁছালে রাজদূত পরিবহনের একটি বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সচিবের গাড়ির পিছনের কাচ ভেঙে যায় এবং বডির সামান্য ক্ষতি হয়।”

এছাড়া গাড়ির চালক মাথায় সামান্য আঘাত পান বলে এসআই জানান।

পরে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বাসসহ চালক ফরহাদ হোসেনকে আটক করা হয় বলে এসআই জানান।