নবাবগঞ্জে আ. লীগ ৯ ও বিএনপি ৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের নয়টিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি, একটিতে জাতীয়পার্টি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2016, 06:09 AM
Updated : 8 May 2016, 06:09 AM

শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রার্থীদের উপস্থিতিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কলাকোপা ইউনিয়নের মো. ইব্রাহীম খলিল, যন্ত্রাইলে নন্দ লাল সিং, শোল্লায় তুহিন রহমান, কৈলাইলে পান্নু মাদবর, বকস্নগরে আব্দুলওয়াদুদ মিয়া, বাহ্রায় সাফিল উদ্দিন মিয়া, শিকারীপাড়ার আলীমোর রহমান খান পিয়ারা, বারুয়াখালীর আরিফ ও চূড়াইনের হাজী আব্দুল জলিল।

বিএনপির বিজয়ীরা হলেন- আগলা ইউনিয়নে আবেদ হোসেন, জয়কৃষ্ণপুরে মাসুদুর রহমান ও গালিমপুরে তপন মোল্লা।

এছাড়া নয়নশ্রী ইউনিয়নে জাতীয় পার্টির রিপন মোল্লা ও বান্দুরায় স্বতন্ত্র প্রার্থী হিল্লাল মিয়া জয় লাভ করেছেন।