বিনা টিকিটে রেল ভ্রমণ, শতাধিক যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে রেল ভ্রমণ করায় নাটোর রেলস্টেশনে শতাধিক যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2016, 01:14 PM
Updated : 15 March 2016, 01:14 PM

মঙ্গলবার এ অভিযানের সময় এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে রেলওয়ে পুলিশের বিরুদ্ধে।

পাকশি বিভাগীয় রেল ম্যানেজার আফজাল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে রেলওয়ের ভূ-সম্পতি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে নাটোর রেলওয়ে স্টেশনে দূতযান এক্সপ্রেস, তিতুমীর, রূপসা ও বরেন্দ্র এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান চালায় রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিনা টিকিটে রেল ভ্রমণ করায় শতাধিক যাত্রীকে জরিমানা করা হয়।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত আব্দুল মান্নান নামে এক কনস্টেবলকে পেটানোর অভিযোগ উঠেছে রেলওয়ে পুলিশের বিরুদ্ধে।

আব্দুল মান্নান বলেন, “স্টেশনের টিকেট বিক্রির কম্পিউটার নষ্ট থাকায় টিকেট কাটতে পারিনি। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানোর পরও তারা আমাকে মারধর করেছে।”

পরে তিনি জরিমানা দিয়ে ছাড়া পান বলে জানান তিনি।

ওই পুলিশ সদস্যের অভিযোগ অস্বীকার করে রেলের নিরাপত্তা কর্মকর্তা সৈকত জামিল বলেন, কোকো মারধরের ঘটনা ঘটেনি। শুধু বাক-বিতণ্ডা হয়েছে মাত্র।

এছাড়া রেলওয়ের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় নাটোর রেল স্টেশনের আশ-পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ সময় পাকশি বিভাগীয় রেল ম্যানেজার আফজাল হোসেন, রেলের নিরাপত্তা কর্মকর্তা সৈকত জামিলসহ অন্যরা উপস্থিত ছিলেন।