এসএসসি পরীক্ষা হলে অনুপ্রবেশের দায়ে শিক্ষকের সাজা

গোপালগঞ্জের কাশিয়ানীতে এসএসসি পরীক্ষার হলে অনুপ্রবেশের অপরাধে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2016, 01:23 PM
Updated : 1 March 2016, 01:23 PM

মঙ্গলবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনিরুজ্জামান বলেন, উপজেলার পিঙ্গলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মুকসুদপুর উপজেলার বোয়ালীয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নোমান (৩০) পরীক্ষার হলে প্রবেশ করায় তাকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

“এছাড়া এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্ব ও কর্তব্য অবহেলার দায়ে পরীক্ষা কেন্দ্রের সহকারী হল সুপার রাতইল নায়েবুন নেছা ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়।”

সেইসঙ্গে এম খালেক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুপ্রবেশের অপরাধে রিশাদ (২৩), সুজন (২৪), রনি (২২), শেখ রাজু (২০), আরিফ (২১), সজল ও ছাব্বির (২১)  নামের ছয় যুবককে পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।