কালাই পৌরসভায় ১৪৪ ধারা

জয়পুরহাটের কালাই পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী একই স্থানে পথসভা ডাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2015, 04:26 AM
Updated : 26 Dec 2015, 04:35 AM

শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালাই বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়েছে।

কালাই থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান তালুকদার শনিবার সকাল ১০টায় বাসস্ট্যান্ড চত্বর এলাকায় নির্বাচনী পথসভা আহ্বান করেছেন।

একই সময় একই স্থানে দুই প্রার্থীর পথসভা হলে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদলচন্দ্র হালদার শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পথসভা এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন বলে ওসি জানান।