বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে আহত কারবারী

বান্দরবান সদর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক পাড়া প্রধান (কারবারী) আহত হয়েছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2015, 09:13 AM
Updated : 20 Dec 2015, 09:13 AM

বান্দরবান সদর  থানার ওসি রফিক উল্লাহ জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার কুহালং ইউনিয়নের মিনঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে।

বুকে গুলিবিদ্ধ থোয়াইসাঅং মারমাকে (৬৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনের মতো শনিবারও নিজের চায়ের দোকানে কাজ করছিলেন থোয়াইসাঅং।

“সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।”

স্থানীয়রা তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে জানান ওসি।

কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ওসি রফিক উল্লাহ।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অংশৈপ্রু মারমা জানান, থোয়াইসাঅং এর বুকে গুলি লেগেছে। তার অবস্থা আশংকাজনক নয়, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থোয়াইসাঅং মারমার মেয়ে ও কুহালং ইউনিয়ন পরিষদের সদস্য খ্যাইনুচিং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ আমার  বারার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। তাকে কেন দুর্বৃত্তরা লক্ষ্যবস্তু করল তা আমাদের কাছে পরিষ্কার নয়।”