নেত্রকোণায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অর্জুন বিশ্বাসকে কুপিয়ে হত্যার ঘটনায় নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
Published : 04 Dec 2015, 01:14 PM
বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী মায়া রাণী এ মামলা দায়ের করেন।
নিহত অর্জুন বিশ্বাস (৪২) মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন; বারহাট্টা উপজেলার রামপুর দশাল গ্রামে তার বাড়ি। বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে তিনি হামলার শিকার হন।
ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ফুয়াদ হাসান বাবুল (৪৭) এবং কালাচান (৩২) ও এমদাদুল হক হীরা (৩০) ও শহীদুল ইসলাম ভাসানী নামে আরও তিনজনকে এ মামলায় আসামি করা হয়েছে।
ওসি বলেন, আসামিদের মধ্যে বাবুলকে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার করা হয় কালাচান ও হীরাকে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তার তিনজনকে শুক্রবার বিকালে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী শহিদুল ইসলাম।
নেত্রকোণার অতিরিক্তি পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক ঘটনার দিন জানিয়েছিলেন, বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের ৩০ হাজার টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন বাবুল মিয়া। এতে প্রধান শিক্ষক বাধা দিলে বেশ কিছুদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিলেন বাবুল।
“এর জেরে বাবুল ও তার সহযোগীরা প্রধান শিক্ষককে অর্জুনকে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে।”
এদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার বিচারের দাবিতে জেলার ১০টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকরা শুক্রবার বারহাট্টায় মানববন্ধন করেছেন।