হবিগঞ্জের বাহুবল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কার পর এক চালক এবং সহকারীর প্রাণ গেছে।
শনিবার সকালে উপজেলার মৌচাক বাগান বাড়ি এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান।
মৃতদের মধ্যে চালক লিটন শেখ (৫৫) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শাহী এলাকার আলী শেখের ছেলে। মৃত আরেক জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ওসি বলেন, “রাস্তার পাশে দাঁড় করিয়ে সিলেটগামী রড বোঝাই একটি ট্রাকের চাকা পরিবর্তন করা হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
“এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী।”
পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, মৃত ব্যক্তির লাশ ওই হাসপাতালে রাখা হয়েছে।