ওই ইউপি চেয়ারম্যান আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা মামলার ১৪ নম্বর আসামি, বলেন তাজহাট থানার ওসি।
Published : 29 Dec 2024, 08:38 PM
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় রংপুরের কাউনিয়া উপজেলায় কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রোববার বিকালে রংপুর মহানগর তাজহাট থানার ওসি শাহ আলম সর্দার বলেন, আব্দুল মজিদকে শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি তাজহাট এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা ও ওমর ফারুক নামে একজনকে আহত করার মামলার ১৪ নম্বর আসামি।
ওসি শাহ আলম সর্দার বলেন, “আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”