সিলেট সীমান্তে পড়ে ছিল যুবকের মৃতদেহ

ব্রাহ্মণবাড়িয়ার ওই যুবক ভারতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন বলে জানায় পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2024, 04:56 PM
Updated : 28 Feb 2024, 04:56 PM

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার চারিকাটা ইউনিয়নের ১৩০১ নম্বর আন্তর্জাতিক পিলারের তেলেঙ্গা এলাকায় মৃতদেহটি পাওয়া যায় বলে জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান।

নিহত শরিফ আহমদ (২১) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার চাপারতলা গ্রামের আহাদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে সীমান্ত এলাকায় মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আজির উদ্দিনকে অবহিত করা হয়। পরে তিনি লালাখাল বিওপি ও জৈন্তাপুর থানাকে অবহিত করেন।

ওসি তাজুল ইসলাম বলেন, শরিফ ভারতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি সেখানে আহত হন। পরে জোয়াই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানে মারা গেলে কে বা কারা মৃতদেহ লালাখালের তেলেঙ্গা এলাকায় ফেলে যায়। মরদেহের পাশে চিকিৎসার কাগজপত্র পাওয়া গেছে।

খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি তাজুল ইসলাম।