বিয়ের পর থেকেই আসাদ মিয়ার সঙ্গে রোকিয়া খাতুনের পারিবারিক বিরোধ চলছিল।
Published : 09 Feb 2023, 01:57 PM
জামালপুরের মেলান্দহ উপজেলার টগারচরে শাশুড়িকে গলা কেটে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বিকালে তাকে উপজেলার টুপকারচর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
গ্রেপ্তার মো. আসাদ মিয়া (২৮) টুপকারচর গ্রামের রইজ উদ্দিন মণ্ডলের পুত্র। আসাদ অটোরিকশা চালক।
বৃহস্পতিবার দুপুরে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, আসাদ মিয়ার সঙ্গে টগারচর গ্রামের আজিজুল হকের মেয়ে রোকিয়া খাতুনের (২২) বিয়ের পর থেকেই পারিবারিক বিরোধ চলছিল।
তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। তবে পারিবারিক বিরোধের জেরে রোকিয়া তার বাবার বাড়িতে অবস্থান করছিল।
এর মধ্যে বুধবার সকালে ওই বাড়ি থেকে আসাদের শাশুড়ি সুরাইয়া খাতুনের (৫৫) গলা কাটা লাশ ও একটি কাঁচি উদ্ধার করে পুলিশ।
ওই নারী তার মেয়ের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়েছিলেন বলে জানিয়েছিল পুলিশ।
এ ঘটনায় বুধবার মেলান্দহ থানায় মামলা দায়ের হয়।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের খবর পেয়ে মাঠে নামে র্যাব এবং অভিযান চালিয়ে বুধবার বিকালে মেয়ে জামাই আসাদকে টুপকারচর থেকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে আসাদ শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেছে জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, বুধবার ভোরে শ্বশুর বাড়িতে ঢোকেন আসাদ মিয়া। এ সময় তিনি কাঁচি দিয়ে শাশুড়ি সুরাইয়া খাতুনকে গলা কেটে হত্যার পর পালিয়ে যান।
গ্রেপ্তার আসাদকে বৃহস্পতিবার মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।