জাবি ছাত্রলীগ নেতার মাথা ফাটিয়ে বহিষ্কৃত ৫ শিক্ষার্থী

সাময়িক বহিষ্কার থাকা অবস্থায় ওই শিক্ষার্থীরা হলেও থাকতে পারবেন না বলে জানান প্রক্টর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2023, 12:48 PM
Updated : 24 March 2023, 12:48 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতার মাথা ফাটানোর অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার রাতে জরুরি ডিসিপ্লিনারি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।

বহিষ্কৃতরা হলেন- আইন ও বিচার বিভাগের ইমরুল হাসান অমি, বাংলা বিভাগের আহমেদ গালিব, দর্শন বিভাগের কাইয়ুম হাসান ও আরিফুল ইসলাম এবং প্রাণিবিদ্যা বিভাগের তানভীরুল ইসলাম।

তারা বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

হামলার শিকার সাইফুল ইসলাম বাদল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যায় জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের এক সভা থেকে বের হওয়ার পর হামলার শিকার হন সাইফুল ইসলাম বাদল। এরপরই তিনি প্রক্টর বরাবর হত্যাচেষ্টার অভিযোগ করেন।

সাইফুলের অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভা ছিল।

সভা শেষে সাইফুল ইসলাম তার এক বন্ধুকে নিয়ে সভাস্থল ত্যাগ করার সময় কয়েকজন ছাত্র রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আর রাফি চৌধুরী জানান। 

রাফি চৌধুরী বলেন, “হাসপাতাল নেওয়ার পর সাইফুল ইসলামের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। পরে কিছুটা সুস্থ হলে তাকে হলে নিয়ে আসি। সিটি স্ক্যান করানো হয়েছে, রিপোর্ট এখনও পাইনি।”

অভিযোগের বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, সাইফুলের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ৯টায় জরুরি ডিসিপ্লিনারি বোর্ডের সভায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

“সাময়িক বহিষ্কৃত অবস্থায় এই পাঁচ শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবে না।”

বহিষ্কৃত দুই ছাত্রলীগ নেতার পদ স্থগিত

হামলার অভিযোগে বহিষ্কৃত দুই জনসহ তিন ছাত্রলীগ নেতার পদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার রাতে সংগঠনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে উপ-আইন সম্পাদক ইমরুল হাসান অমি, সহ-সম্পাদক আহমেদ গালিব এবং কার্যকরী সদস্য আহসানুল হাবীব রেজার পদ স্থগিত হলো। তাদের মধ্যে অমি ও গালিবকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে।