মায়ের অংশটুকু নিজের নামে লিখে নিতে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন ওই যুবক।
Published : 22 Dec 2022, 11:10 PM
নওগাঁর রাণীনগরে ‘জমি লিখে না দেওয়ায়’ বৃদ্ধা মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে মামলা করলে বৃহস্পতিবার ভোরে পুলিশ ছেলেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শাহাদ শাহ (৩০) উপজেলার পশ্চিম বালুভরার প্রয়াত মঞ্জিলা শাহ’র ছেলে।
মামলার নথির বরাতে পুলিশ জানায়, ৭৫ বছর বয়সী বৃদ্ধার স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে বাড়ি বানিয়ে পরিবারের সদস্যরা বসবাস করে। ওই সম্পত্তিতে তিন ছেলে, চার মেয়ে এবং তাদের মায়ের অংশ আছে। ছেলে শাহাদ মায়ের অংশটুকু তার নামে লিখে নিতে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন। কিন্তু মা তাকে অসম্মতি জানান।
মামলায় আরও বলা হয়, এরপর থেকে মাকে মানসিক নির্যাতন করে আসছিলের শাহাদ। এর জেরে গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে তিনি মাকে মারধর করেন। এতে ওই বৃদ্ধা গুরুতর আহত হন। এক পর্যায়ে মাকে বাড়ি থেকে বেরও করে দেন শাহাদ।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার ভোরে শাহাদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার ও ওই বৃদ্ধাকে নিজ বাড়ি রেখে আসা হয়।
অপরদিকে, গ্রেপ্তার শাহাদকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি।