নওগাঁয় মায়ের সামনে প্রাণ হারাল শিশু ফাতেমা

মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যায় ফাতেমা।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2023, 03:59 PM
Updated : 22 March 2023, 03:59 PM

নওগাঁর আত্রাই উপজেলায় মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রিকশাভ্যান চাপায় এক শিশু প্রাণ হারিয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে জাত আমরুল এলাকায় আত্রাই-ভবানীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানান আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার।  

নিহত ফাতেমা খাতুন (৬) আত্রাইয়ের জাত আমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে। সে আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি তারেকুর রহমান জানান, ফাতেমা তার হাত মায়ের ধরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। ওই সময় মায়ের কোলে তার তিন বছরের ভাই ছিল।

“তারা জাম আমরুল সাইদের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টিন বোঝাই একটি রিকশাভ্যান ফাতেমাকে চাপা দেয়।”

আহত ফাতেমাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাতেমার মরদেহ হাসপাতালে আছে।

ওসি জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা রিকশাভ্যানটি জব্দ করে ইউনিয়ন পরিষদের হেফাজতে দিয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রোকসানা হাপি বলেন, শিশুটির মাথা ও মুখমণ্ডলে কিছুটা ক্ষত হয়েছে এবং ভ্যান চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।