যশোরে বাজার থেকে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

স্থানীয় রাজনীতির আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্বজনরা।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2024, 05:08 PM
Updated : 21 March 2024, 05:08 PM

যশোর সদর উপজেলার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে বলে যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

নিহত জিল্লুর রহমান শিমুল (৪৫) ওই গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। এ ছাড়া তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।

আধিপত্য নিয়ে দলীয় প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ।  

স্বজনদের বরাত দিয়ে ওসি আব্দুর রাজ্জাক জানান, রাতে শিমুল গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জিল্লুর রহমান শিমুলের ভাই রাকিব হাসান জানান, তিনি রাত ৯টা ৫ মিনিটে শিমুলকে নিয়ে হাসপাতালে আসেন।

চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৩৫ মিনিটে ভাইয়ের মৃত্যু হয়।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সৌমিক সাহা জানান, নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর পর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই মেহেদী হাসান জানান, রাতের শিমুল ও আমিরুল ইসলাম নামে আরেকজন গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের তরিকুল ইসলামের বাড়ি সামনে কয়েক জন লোক শিমুলের ওপর হামলা চালায়।

তিনি দাবি করেন, ঘটনার পর স্থানীয়রা একই গ্রামের পরিচিত দুজনকে দা নিয়ে দৌড়ে যেতে দেখেছেন।

ওই ইউপির বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, শিমুল তার আত্মীয়। শিমুল সব সময় তার সঙ্গেই থাকতেন। তিনি স্থানীয় আম-বটতলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।

স্থানীয় রাজনীতির আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছে স্বজনরা।