এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ।
Published : 26 Mar 2025, 02:12 PM
শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বুধবার ভোরে উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর এলাকার বিএনপি নেতা আজিজুর রহমান হরমুজ মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরমুজ মুন্সি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি। ভোরে একদল লোক তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বোমা বিস্ফোরণের শব্দে বাড়ির ও আশেপাশে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশী সারফিন খান বলেন, “কিছুদিন আগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে বোমা হামলা হয়েছিল। আজ ইউনিয়ন বিএনপির সভাপতি হরমুজ মুন্সির বাড়িতে বোমা হামলা হলো। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
বিএনপি নেতা হরমুজ মুন্সি বলেন, “শেষ রাতে রাতে কে বা কারা আমার বাড়িতে এবং শয়নকক্ষের জানালায় বোমা নিক্ষেপ করে। একটি বোমা অবিস্ফোরিত রয়েছে গেছে। আমাকে হত্যার উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে।”
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।
ওসি আসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা ও বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। তবে এখনও কোনো মামলা হয়নি।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।