“কোন বাহিনী তাদের নিয়ে গেছে তা জানতে পারিনি; বনবিভাগ ও কোস্ট গার্ড তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।”
Published : 29 Jan 2025, 07:25 PM
সুন্দরবনের দুবলার চর থেকে ১৫ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। ৬০ ঘণ্টা পার হলেও তাদের উদ্ধার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় রোববার জলদস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের অপহরণ করে নিয়ে যায় বলে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম জানান।
অন্যদিকে একই দিন দুবলার চর জেলেপল্লিতে চাঁদাবাজি করতে এসে অস্ত্র ও গুলিসহ তিনজন জেলেদের হাতে ধরা পড়ে। পরে তাদের গণপিটুনি দিয়ে কোস্ট গার্ডের হাতে সোপর্দ করা হয়।
সোমবার এ ঘটনায় কোস্ট গার্ডের দুবলা কন্টিনজেন্টের ইনচার্জ এম জাহিদুল ইসলাম বাগেরহাটের শরণখোলায় থানায় তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। পরে তাদের থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড। তাদের কাছ থেকে একটি দেশি তৈরি একনলা বন্দুক ও ৩৬টি তাজাগুলি উদ্ধার করা হয়।
তারা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার জাহাঙ্গীর শেখ (৫১), খুলনার পাইকগাছা উপজেলার জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমত (৩৩) এবং সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রবিউল মোল্লা (২৬)।
শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে অপহৃত জেলেদের নাম-পরিচয় জানা যায়নি। তবে এসব জেলের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলায়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বুধবার বিকালে বলেন, “রোববার দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় জেলেদের ট্রলারে জলদস্যুরা হানা দেয়। তারা ১৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে শুনেছি। কোন বাহিনী তাদের নিয়ে গেছে তা জানতে পারিনি।
“খবর পাওয়ার পর বনবিভাগ ও কোস্ট গার্ড আলাদা আলাদাভাবে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। আমরা এখনো তাদের কোনো সন্ধান পাইনি।”