ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে, বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
Published : 16 Jan 2025, 08:43 PM
ফেইসবুকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জানান দিয়ে ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন যুবক।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর মীরবাড়ি এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিকালে এসপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান।
গ্রেপ্তার নাজমুল এহসান নাঈম (২১) জামালপুরের সরিষাবাড়ির ভুরারবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারিতে ছিলাম। একটি আইডি থেকে জানান দেওয়া হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন তাদের হাতে এসেছে। কমেন্ট বক্সে ভুয়া প্রশ্নের কিছু অংশও দেওয়া হয়।
কমেন্টে বলা হয়, মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে প্রশ্ন দেওয়া হবে। অগ্রিম ৬ হাজার টাকা দিতে হবে।
“প্রাথমিকভাবে বিষয়টি আমাদের কাছে প্রতারণা মনে হয়েছে,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম।
তিনি আরো বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম জানান, শহরের একটি দোকান থেকে পুরোনো মোবাইল ফোন ক্রয় করে, ফেইসবুকে দেওয়া ফোন নম্বর ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলেন তিনি।
“গত দুইদিনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে প্রশ্ন দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকাও নেন নাঈম।”
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “এর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শহীদুল ইসলাম ছিলেন।