বরিশালে অপহরণের শিকার দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২

পুলিশ জানিয়েছে, দুজন অভিভাবক তাদের সন্তানদের অপহরণের মামলা করেছিলেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2022, 11:16 AM
Updated : 6 Dec 2022, 11:16 AM

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অপহরণের শিকার দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ; এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, দুজন অভিভাবক তাদের সন্তানদের অপহরণের মামলা করেছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাকুরিতা গ্রামের জয় পাণ্ডে (১৯) এবং তার ভগ্নিপতি ঝন্টু জয়ধর (৪২)।

মঙ্গলবার পরিদর্শক মাজহারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করতো জয়। শুক্রবার স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণের মামলা করেন।

সোমবার রাতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিদর্শক আরও জানান, উপজেলার অন্য একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গত রোববার স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা সোমবার উপজেলার উত্তর ধামুড়া গ্রামের ইয়াসিন মীরসহ (২৯) তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

পুলিশ স্কুলছাত্রীকে সোমবার রাতে উদ্ধার করেছে। তবে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

পরিদর্শক মাজহারুল আরও বলেন, দুই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।