তিনি পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন।
Published : 01 Feb 2025, 11:12 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঠাকুরগাঁওয়ে প্রকাশ্যে রামদা নিয়ে হামলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, শুক্রবার শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জ্যোতি গুহ ঠাকুরতা (৩২) শহরের আশ্রমপাড়া এলাকার রূপকুমার গুহ ঠাকুরতার ছেলে। তিনি পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন।
পুলিশ জানায়, জ্যোতির বিরুদ্ধে মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, হামলা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
শহরের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ইলিয়াস রহমান বলেন, “জ্যোতি সেদিন খালি গায়ে হাতে বিশাল একটা রামদা নিয়ে ঠাকুরগাঁও শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন।”
ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে তাকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেন ইলিয়াস।
জ্যোতির এলাকার একজন বাসিন্দা বলেন, “এলাকায় জ্যোতি নিজেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে পরিচয় দিতেন। তিনি সন্ত্রাসী হিসেবে পরিচিত। ছাত্র আন্দোলনের সময় তিনি রামদা হাতে ছাত্রদের ওপর হামলা করেছিলেন। সেই ছবি ফেসবুকে ভাইরালও হয়। তারপর থেকে তার নাম হয় ‘রামদা জ্যোতি’।”
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জ্যোতির বিরুদ্ধে মামলা হয়েছে।”