বিমানে পাখির আঘাত: ৫ ঘণ্টা পর গেল সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

ঢাকা থেকে প্রকৌশলীরা এসে বিমানের ত্রুটি সারানোর কাজ করেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2022, 11:07 AM
Updated : 14 August 2022, 11:07 AM

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির আঘাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

বিমান বাংলাদেশের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, রোববার সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

“কিন্তু সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেট বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বার্ড হিটের কারণে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।”

ঢাকা থেকে প্রকৌশলীরা এসে ত্রুটি সারানোর কাজ করেন। পরে রোববার দুপুর ২টা ৫০ মিনিটে ফ্লাইটটি ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায়।

বিমানের ফ্লাইটটিতে ২৯৭ জন যাত্রী ছিলেন বলে জানান এই কর্মকর্তা।