৩ নভেম্বর রাতে ওই ব্যবসায়ী নিজ দোকান থেকে নিখোঁজ হন বলে জানান স্বজনরা।
Published : 18 Nov 2024, 10:21 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে নিখোঁজের ১৫ দিন পর এক মুদি দোকানির গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার নলুয়া বটতলা এলাকার একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী।
নিহত রইচ উদ্দিন (৫৫) উপজেলার কাংলাকান্দা নলুয়া গ্রামের প্রয়াত ওমর ফকিরের ছেলে। নলুয়া বাজারে তিনি মুদি ব্যবসা করতেন।
পুলিশ ও স্বজনরা জানান, ৩ নভেম্বর রাতে রইচ উদ্দিন নিজ দোকান থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ৮ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার বিকালে ডোবায় লাশ ভাসতে দেখে এক ব্যক্তি থানায় খবর দেন।
রইচ উদ্দিনকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছিল বলে দাবি স্বজনদের। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন তারা।
ওসি আছলাম আলী জানান, মৃতদেহ পুরোপুরি পচে যাওয়ায় চেনার উপায় নেই। তবে নিখোঁজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন লাশের এক হাতের ছয়টি আঙুল দেখে তাকে শনাক্তের দাবি করেছেন।
পরিচয় নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহের ডিএনএ টেস্ট করা হবে বলে জানান ওসি।