এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নববধূর শাশুড়িকে আটক করেছে পুলিশ।
Published : 16 Jan 2025, 06:52 PM
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের ১৮ দিনের মাথায় এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নববধূর শাশুড়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রাম থেকে ওই নববধূর লাশ উদ্ধার করা হয় বলে জানান বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
মৃত আয়শা আক্তার (১৮) ওই গ্রামের জাহিনুর ইসলামের স্ত্রী।
পরিবারের বরাতে ওসি খন্দকার শাকের বলেন, ১৮ দিন আগে ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহিনুরের সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে আয়শার বিয়ে হয়। দুপুরে স্বামীর ঘরে আয়শাকে পড়ে থাকতে দেখেন শাশুড়ি জাহানারা বেগম।
পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, মৃতদেহের গলায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আয়শার শাশুড়িকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি খন্দকার শাকের।