যশোর থেকে বেনাপোল গামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
Published : 12 Dec 2024, 07:20 PM
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কাউরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে যশোর সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান।
নিহত ১৫ বছর বয়সী ওয়াসিফ হোসেন উপজেলার কাউরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
সে স্থানীয় বেজিয়াতলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
নিহতের চাচা এরশাদ আলী বলেন, “ওয়াসিফ মাদ্রাসায় পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে কাউরিয়া রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে বেনাপোল গামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে।”
চাচাত ভাই আব্দুর রহিম বলেন, “ওয়াসিফকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকায় নেওয়ার পথে যশোর শহরের মণিহার এলাকায় তার মৃত্যু হয়।”
চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, সকালে ৯টা ৩০ মিনিটে ট্রেনের ধাক্কায় আহত ওই মাদ্রাসা শিক্ষার্থীকে তাদের হাসপাতালে আনা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনিত হলে পরিবারের লোকজনকে ঢাকার নিয়ে যেতে বলা হয়।
“পরে ঢাকায় নেওয়ার পথে তার শারীরিব অবস্থার অবনতি হলে তাকে আবার এখানে ফিরিয়ে আনা হয়। এ সময় সে মৃত ছিল।”