ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে কাটা পড়েন তিনি।
Published : 15 Jan 2025, 09:45 PM
ফেনীতে ট্রেনের কাটা পড়ে পঞ্চাশোর্ধ এক অজ্ঞাত পরিচয় নারী নিহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফেনী রেলওয়ে পুলিশের (জিআরপি) এসআই ইকবাল হোসেন জানান।
নিহতের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তার ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে ফেনী স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় পঞ্চাশোর্ধ এক কাটা পড়ে।
“এ সময় ওই নারীর শরীর থেকে মাথা, হাত, পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।”
নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।