“তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।”
Published : 23 Jan 2025, 10:09 PM
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ঘোনাপাড়া মোড় এলাকার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন।
মৃত ব্যক্তি ষাটোর্ধ্ব বলে জানিয়েছে পুলিশ। তবে তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি বলেন, “বৃদ্ধের পরনে লুঙ্গি আর কালো রঙের ডোরা গেঞ্জি ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।”