হাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে গেলে ওই ব্যবসায়ী নিচে চাপা পড়েন বলে জানায় পুলিশ।
Published : 26 Jan 2024, 04:37 PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু বোঝাই ভটভটি উল্টে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে বলে হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান।
নিহত আফজাল হোসেন (৪৫) উপজেলা টংভাঙ্গা এলাকার আ. রহমানের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি সাইফুল, সকালে পাশের উপজেলার চামটার হাট থেকে গরু কিনে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন আফজাল। পথে ভটভটি উল্টে তিনি নিচে চাপা পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ঘটনাটি মর্মান্তিক ও বেদনাদায়ক বলে জানিয়েছেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সাইফুল ইসলাম।