“বাস থেকে নেমে নাতনিকে নিয়ে রাস্তা পার হয়ে দোকানে যাচ্ছিলেন নাছির।”
Published : 08 Jul 2024, 01:37 PM
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় চার বছর বয়সী এক শিশু ও তার দাদার মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকার সিয়াম পেট্রোল পাম্পের সামনে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি রুহুল আমিন জানান।
নিহতরা হলেন- ভোলা জেলার বাসিন্দা নাছির মোল্লা ও তার নাতনি মিম আক্তার।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “ভোলা থেকে লঞ্চে এসে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য শাহী পরিবহনের একটি বাসে ওঠেন নাছির, তার স্ত্রী বিবি আনজেরা, পুত্রবধূ বিবি মরিয়ম ও নাতনি মিম। পথে বাসটি তেল নেওয়ার জন্য সিয়াম পেট্টোল পাম্পের সামনে দাঁড়ায়।
“এ সময় বাস থেকে নেমে নাতনিকে নিয়ে রাস্তা পার হয়ে দোকানে যাচ্ছিলেন নাছির। তখন বিপরীত দিক থেকে আসা যমুনা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়।”
পরে নাছিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
লক্ষ্মীপুরে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, “দুর্ঘটনায় আহত নাছির নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর তার নাতিকে আনা হয়েছিল মৃত অবস্থায়।”
নিহত দাদা-নাতনির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি রুহুল আমিন জানান।