বিকালে জগন্নাথপুর থেকে একই পরিবারের ছয়জন নৌকা করে বাড়ি ফিরছিলেন।
Published : 14 Sep 2024, 12:12 AM
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক বৃদ্ধার প্রাণ গেছে; এতে নিখোঁজ রয়েছেন নিহতের এক নাত বউ।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার নলুয়ার হাওরে এ ঘটনা ঘটে বলে জানান জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম।
নিহত রহিমা বেগম (৭৫) উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের প্রয়াত আব্দুল কাদির। নিখোঁজ মল্লিকা বেগম (৪৫) একই গ্রামের কালাম উদ্দিনের স্ত্রী। এ ছাড়া তিনি রহিমার নাত বউ।
জগদল ইউনিয়ন পরিষদের সদস্য মো. রুমন মিয়া চৌধুরী জানান, বিকালে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলা থেকে রহিমা বেগম, তার নাত বউ মল্লিকাসহ একই পরিবারের ছয়জন ইঞ্জিন চালিত একটি ডিঙ্গী নৌকা করে বাড়ি ফিরছিলেন।
নৌকাটি হাওরের মাঝামাঝি গেলে সামান্য বাতাসে পানিতে ডুবে যায়। এ সময় পেছনে থাকা যাত্রীবাহী বড় একটি নৌকা দ্রুত তাদের উদ্ধার করলেও রহিমা ও মল্লিকা পানিতে তলিয়ে যান। কিছুক্ষণ পর রহিমার লাশ ভেসে উঠলেও মল্লিকাকে পাওয়া যায়নি।
নিখোঁজ মল্লিকাকে উদ্ধারে হাওরে তল্লাশি চালাচ্ছেন স্বজন ও স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ওই গৃহবধূকে উদ্ধারে তল্লাশি চালালেও তার খোঁজ মেলেনি বলে জানান ওসি আমিনুল ইসলাম।