খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন

২০২৩ সালে ওই শিক্ষার্থী বাদী হয়ে আদালতে ধর্ষণ মামলা করেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2024, 12:21 PM
Updated : 28 Feb 2024, 12:21 PM

খুলনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ জানান।

দণ্ডিত রাফি ইসলামের (৩০) বাড়ি ঢাকার মিরপুরে।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, ওই শিক্ষার্থীর সঙ্গে রাফির প্রেমের সম্পর্ক ছিল। এরপর রাফি ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে নগরীর সোনাডাঙ্গার একটি আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ছাড়া ঢাকায় নিয়েও তাকে ধর্ষণ করেন রাফি।

এ ঘটনা জানতে পেরে ওই ছাত্রীর পরিবারের সদস্যেরা ছেলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু রাফি বিয়ে করতে অস্বীকার করেন।

এরপর ২০২৩ সালের ৮ জানুয়ারি ওই শিক্ষার্থী বাদী হয়ে আদালতে ধর্ষণ মামলা করেন। পরে আদালতের নির্দেশনায় ওই বছরের ১১ জানুয়ারি সোনাডাঙ্গা থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে।

মামলার তদন্ত শেষে সোনাডাঙ্গা থানার এসআই সোহেল রানা ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালাতে অভিযোগপত্র জমা দেন।

সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।