মাদারীপুরে তিন দিন আগে নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই দুই শিশু।
Published : 08 Feb 2025, 01:51 PM
মাদারীপুর সদর উপজেলায় কুমার নদের গোসল করতে নেমে নিখোঁজের তিন দিন পর ভেসে উঠল ভাই-বোনের মৃতদেহ।
শনিবার শহরের তরমুগুরিয়া এলাকায় নদের থানতলি এলাকায় একজন ও বালুঘাট থেকে অন্যজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহতরা হলো- বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। প্রতিদিনের মত লিটন ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন।
বুধবার দুপুরে মাদ্রাসা থেকে বাসায় গিয়ে পাশের কুমার নদে গোসলে যায় দুই ভাই-বোন। গোসলের এক পর্যায়ে তারা নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল ৫টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি। পরে অভিযান বন্ধ রাখেন তারা।
তিন দিন পর সকালে নদের থানতলি এলাকায় মিরাজ এবং বালুঘাটে কুলসুমের লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করে থানায় খবর দেয়।
মা মনোয়ারা বেগম দুই সন্তানের লাশ দেখে বাকরুদ্ধ হয়ে পড়ছেন। বাবা লিটন বলেন, “আল্লাহ আমারে এ কোন শাস্তি দিল। আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান কেড়ে নিল!”
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতদের পরিবারের কোনও অভিযোগ নেই। তবে স্বজনরা যদি চায় তাহলে লাশের ময়নাতদন্ত করা হবে। না হলে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।