অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্রদের দুই পক্ষের হাতাহাতি হয়। এর দুই ঘণ্টা পর নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ মাঠের সমাবেশের মঞ্চ ভাঙচুর করা।
Published : 11 Sep 2024, 09:22 PM
নাটোরে হট্টগোল, হাতাহাতি, চেয়ার ও মঞ্চ ভাঙচুরের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নাটোরে আন্দোলনে অংশগ্রহণকারীদের মতবিনিময় সভায় ছাত্রদের দুই পক্ষের হাতাহাতি হয়। এর দুই ঘণ্টা পর সেই সভা চলাকালীন নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ মাঠের সমাবেশের মঞ্চ ভাঙচুর করা হয়।
পরে বিকালে ওই মঞ্চেই সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আসা কেন্দ্রীয় সমন্বয়করা সেখানে বক্তব্য দেন।
নাটোর সদর থানার এসআই মোস্তফা কামাল জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছতেই হামলাকারীরা চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেন, “আজকের এই সমাবেশের আয়োজন করেছে নাটোরের ছাত্র সমাজ। আমরা শুধু এসেছি মাত্র। অথচ এই আয়োজনকে পণ্ড করার জন্য এখানে হামলা করা হলো।”
আয়োজকরা বলেছেন, অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে ঢাকা থেকে আসা কেন্দ্রীয় সমন্বয়করা সাক্ষাৎ করেন। এরপর তাদের মধ্যে আলোচনা শুরু হয়। এ সময় একদল শিক্ষার্থী সেখানে ঢুকে পড়ে। আয়োজকরা তাদের সবাইকে চেয়ারে বসতে বললে তারা উত্তেজিত হয়ে পড়েন।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কেন্দ্রীয় সমন্বয়করা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েও ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আয়োজকদের দাবি, অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্রদের যে পক্ষ হট্টগোল বাঁধায়, তারাই সেখান থেকে বের হয়ে গিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করে। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম ও ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষের দাবি, যারা প্রকৃতপক্ষে নাটোরের আন্দোলনে আহত হয়েছেন, তাদের আয়োজনে না রাখায় ক্ষিপ্ত হয়ে পড়েন এক পক্ষের শিক্ষার্থীরা। ফলে এমন পরিস্থিতি তৈরি হয়।
এ বিষয়ে কথা বলতে নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী এবং পুলিশ সুপার মারুফাত হুসাইনকে কল দেয়া হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।