সিলেটের জৈন্তাপুরে খেলার মাঠে এক যুবক এবং গাইবান্ধায় আলাদা স্থানে দুই কৃষকের প্রাণ গেছে।
Published : 15 May 2024, 09:05 PM
বজ্রপাতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফুটবল খেলার মাঠে এক যুবক এবং গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় ধান কাটার সময় দুই কৃষকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট
জৈন্তাপুর উপজেলায় ফুটবল খেলার মাঠে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে বলে জানান জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম।
নিহত সবুজ মিয়া (২২) উপজেলার কেন্দ্রী গ্রামের ছগির মিয়ার ছেলে। তিনি ওই গ্রামের ফুটবল দলের সদস্য ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি তাজুল বলেন, বিকালে মাঠে অনুশীলন করছিলেন খেলোয়াররা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সবুজ আহত হন। তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে বলে জানান তিনি।
গাইবান্ধা
গাইবান্ধায় আলাদা স্থানে জমিতে ধান কাটার সময় বজ্রপাতের দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (গড়দিঘী) গ্রামে এবং সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন- গড়দিঘী গ্রামের জোমশেদ আলীর ছেলে ফুল মিয়া (৩৩) এবং মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে শিপন মিয়া (২৩)।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান, ফুল মিয়া বাড়ির পাশে জমিতে ধান কাটছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ফুল মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান ওসি।
অপরদিকে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান হাবিব লায়ন বলেন, দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হলে শিপন জমি থেকে কাটা ধানের বোঝা ঘাড়ে নিয়ে বাড়ির দিকে রওনা হন।
এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানান ইউপি চেয়ারম্যান।