রোববার সকাল ১০টার আগেই পূবালী চত্বরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
Published : 14 Jul 2024, 04:51 PM
কুমিল্লার কান্দির পাড় এলাকার পূবালী চত্বরে 'শান্তি সমাবেশ' করতে অবস্থান নিয়েছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ।
রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেওয়ার আগে এই স্থানেই সমবেত হওয়ার কথা ছিল কোটাবিরোধী শিক্ষার্থীদের।
পূবালী চত্বরে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল রোববার বেলা ১১টায়। শনিবার বিকালে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কিন্তু কোটা আন্দোলনকারীদের এই কর্মসূচি ঘোষণার পরেই রোববার সকাল ১০টায় একই স্থান পূবালী চত্বরে শান্তি সমাবেশ করবে বলে ঘোষণা দেয় কুমিল্লা মহানগর ছাত্রলীগ।
কোটা সংস্কার আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাকিব হোসেন বলেন, “আমাদের কর্মসূচি ছিল পূবালী চত্বরে। কিন্তু সেখানে ছাত্রলীগ অবস্থান করায় আমরা কর্মসূচির স্থান বদল করেছি।”
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল ১০টার আগেই পূবালী চত্বরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পূর্বঘোষিত স্থান বদল করে নগরীর পুলিশ লাইন্স এলাকায় কর্মসূচি পালন করে কোটা আন্দোলনকারীরা।
এদিন বেলা ১১টার দিকে পুলিশ লাইন্স এলাকায় কর্মসূচি শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যুক্ত হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কর্মসূচি পালনের সময় তাদের মাথায় বাংলাদেশের পতাকা, হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দেখা গেছে। তাদের বিভিন্ন ধরনের স্লোগানও দিতে শোনা গেছে। পরে সবাই জেলা প্রশাসক কার্যালয়ের দিকে রওনা হয়।
এ সময় কোটা আন্দোলনকারীদের একাংশ জেলা প্রশাসক কার্যালয়ের গেটে অবস্থান করে। আর সমন্বয়করা দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানকে স্মারকলিপি দেয়।
কোটা সংস্কার আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাকিব বলেন, “আমরা পুলিশ লাইন্সে ছিলাম। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছি। বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে।”